Thank you for trying Sticky AMP!!

চিত্রা নদীতে ভাসছে টিসিবির তেলের খালি বোতল

চিত্রা নদী থেকে তোলা হয় তেলের ভাসমান এসব খালি বোতল। এগুলোতে টিসিবির সিল রয়েছে। ছবি: প্রথম আলো

টিসিবির সিলযুক্ত সয়াবিন তেলের কয়েক শ বোতল নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়াচ্ছে। শহরের রূপগঞ্জ পঙ্কবিলা খেয়াঘাটের কয়েকজন মাঝি তেলের বোতলগুলো উদ্ধার করেছেন।

ঘাটের মাঝি বিমল বিশ্বাস জানান, ‘আজ রোববার ভোরে নৌকা নিয়ে খেয়াঘাটে এলে নদীতে কয়েক শ খালি বোতল ভাসতে দেখি। প্রয়োজনের তাগিদে প্রায় ১০০ বোতল নৌকায় তুলে নেই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জেল–জরিমানা করা হয়। কালোবাজারের ব্যবসায়ীরা বোতল থেকে তেল বের করে ড্রাম ভর্তি করে বোতলগুলো নদীতে ফেলে দেন।

সদর থানার কার্যালয় চিত্রা নদীর তীরে অবস্থিত। অথচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই।

সহকারী কমিশনার মো.জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তদন্ত চলছে।