Thank you for trying Sticky AMP!!

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, টাঙ্গাইলে গ্রেপ্তার ৬

ছেলে ধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছয় ব্যক্তি। টাঙ্গাইল, ২৩ জুলাই। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের কথা জানান।

গ্রেপ্তাররা হলেন, কালিহাতীতে উপজেলার নাগা চৌধুরীবাড়ী গ্রামের মাইনুল হক ওরফে হিটু (৩৭), নাগা গ্রামের প্রভাত চন্দ্র মালো (১৯), শিশির আহম্মেদ খান (৩২), মিজানুর রহমান তালুকদার (৪৭) ও ওমর (৩২) এবং পালিমা গ্রামের আমিন ইসলাম (১৯)।

শফিকুল ইসলাম বলেন, গত রোববার ছেলে ধরা সন্দেহে কালিহাতী উপজেলায় সয়া হাটে ভ্যান চালক মিনু মিয়াকে (৩০) গণপিটুনি দেয় স্থানীয়রা। কিন্তু তিনি ছেলে ধরা ছিলেন না। মূলত তিনি হাটে মাছ ধরার জাল কিনতে গিয়েছিলেন। এই ঘটনায় মিনুর ভাই রাজিব হোসেন বাদী হয়ে সোমবার রাতে কালিহাতী থানায় মামলা করেন। রাতেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।