Thank you for trying Sticky AMP!!

জঙ্গি–সংশ্লিষ্টতায় ১৭ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

প্রায় চার বছর আগে অস্ত্রসহ গ্রেপ্তার সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। আজ রোববার ঢাকা মহানগরের ৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাকছুদা পারভীন এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহফুজুর রহমান চৌধুরী। রায় ঘোষণার পর আসামি সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথিপত্রের তথ্য বলছে, চার বছর আগে ২০১৬ সালের ১৬ জুন আসামি সোহেল রানাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মাহফুজুর রহমান চৌধুরী বলেন, অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনকে আদালতে হাজির করা হয়। আসামি সোহেল রানার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও দুটি মামলার বিচার চলমান। চার বছর ধরে আসামি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।