Thank you for trying Sticky AMP!!

জুতার তলায় করে সোনা পাচার

ফাইল ছবি

জুতার তলায় করে পাচারের সময় সোনার ১০টি বারসহ হাসানুজ্জামান (৩০) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সোনার ওজন ১ কেজি ১৬৩ গ্রাম।

আজ বৃহস্পতিবার সকালে যশোর শহর থেকে শার্শা সীমান্তের দিকে যাওয়ার পথে সদর উপজেলার পতেঙ্গালী গ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

হাসানুজ্জামান যশোর শহরের খড়কি এলাকার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে যশোর-ছুটিপুর সড়কে পতেঙ্গালী এলাকায় বিজিবি সদস্যরা যাত্রীবাহী একটি বাসে অভিযান চালান। এ সময় হাসানুজ্জামানের পায়ে থাকা জুতার তলার ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, ভারতে পাচারের জন্য এই সোনা নিয়ে যশোর শহর থেকে শার্শা সীমান্তের দিকে যাচ্ছিলেন হাসানুজ্জামান। এ ঘটনায় সোনা চোরাচালানের মামলায় হয়েছে। এ মামলায় তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনাও পুলিশের কাছে জমা করা হয়েছে।