Thank you for trying Sticky AMP!!

টেকনাফে কেওড়াবাগান থেকে পৌনে চার লাখ ইয়াবা উদ্ধার

ইয়াবা । ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি কেওড়াবাগান থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার কেওড়াবাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ-২ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হ্নীলার জাদিমোরা-দমদমিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে—এমন তথ্য পায় বিজিবি। তারই সূত্র ধরে দমদমিয়া সীমান্তচৌকির বিশেষ টহল দল জাদিমোরা নাফ নদীর কিনারায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে অবস্থান নেয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন-চারজন ইয়াবা পাচারকারীকে মিয়ানমারের লালদ্বীপ থেকে সাঁতরে জাদিমোরা এলাকার উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে তীরে উঠে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি লক্ষ করে জাদিমোরা এলাকা দিয়ে তীরে উঠে তাদের সঙ্গে থাকা চারটি বস্তা ফেলে কেওড়াবাগানের ভেতর দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।