Thank you for trying Sticky AMP!!

টেকনাফে ১ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

উদ্ধার হওয়া ইয়াবা বড়ি। ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়ার ওমরখালের ভেতর দিয়ে বাংলাদেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে অপারেশন কর্মকর্তা মেজর রুবায়াৎ কবিরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল দমদমিয়া ওমরখালে অভিযানে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ইয়াবা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তায় ১ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি।