Thank you for trying Sticky AMP!!

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম ওরফে বাবু (৩৫)। আজ বৃহস্পতিবার ভোরে পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের বনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিহত বাবু দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের বাসিন্দা। মাদক ব্যবসায়ীদের হামলার এ ঘটনায় বিজিবির দুই সিপাহি আহত হয়েছেন। এ সময় ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান আজ সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার আতাউর রহমান বলেন, নিহত মনিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ছিলেন। ফকিরগঞ্জ ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা ঈদের দিন ভোর পাঁচটার দিকে ১০৫ বোতল ফেনসিডিলসহ তাঁকে দেহানগর-বনডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে ফকিরগঞ্জ ক্যাম্পে আনেন।

ফকিরগঞ্জ কোম্পানি বিজিবি থেকে জানা গেছে, মনিরুলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অন্য মাদক চোরাকারবারিকে ধরার জন্য তাঁকে নিয়ে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে সীমান্ত এলাকায় অবস্থান নেন। এর কিছু সময় পর চোরাকারবারিরা ফেনসিডিলসহ সেখানে পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের ঘিরে ফেলেন। তখন মাদক ব্যবসায়ীরা বিজিবির সদস্যদের ওপর হামলা চালিয়ে মনিরুলকে ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। মাদক ব্যবসায়ীদের হামলায় বিজিবির সিপাহি শামসুল ইসলাম ও নাইম সরকার আহত হন। এ সময় বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। মাদক ব্যবসায়ীরাও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে মনিরুল নিহত হন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার ভোরে বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কর্তৃপক্ষ মনিরুলের লাশ, ১৮০ বোতল ফেনসিডিল, নগদ ২২ হাজার টাকা এবং দা-হাঁসুয়া পীরগঞ্জ পুলিশের কাছে জমা দিয়েছে। মনিরুলের লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।