Thank you for trying Sticky AMP!!

দেখে বোঝাই যায় না 'জঙ্গি আস্তানা'

ধূসর ও হলুদ রঙের এই বাড়িতেই জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: কমল জোহা খান

ঢাকার তেজকুনি ও নাখালপাড়ার সীমান্তের সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলা’ নামের বাড়িটি জনবসতিপূর্ণ এলাকায়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও ন্যাম ভবন থেকে একেবারে কাছেই বাড়িটি। এখানেই আস্তানা গেড়েছিল ‘জঙ্গিরা’।

ধূসর ও হলুদ রং মেশানো ছয়তলা বাড়িটি দেখতে সাদামাটা। স্থানীয় লোকজন বলছে, বাড়িটি ১৯৯০ সালের দিকে তৈরি। সাব্বির নামের এক ব্যক্তি বাড়ির মালিক। চারপাশে বড় বারান্দা রয়েছে। বাড়ির ছাদে মোবাইল অপারেটর কোম্পানির একাধিক টাওয়ার আছে। এই বাসার পঞ্চম তলাতেই মিলেছে ‘জঙ্গি আস্তানা’।

বাসার অবস্থান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজ দূরে। পশ্চিমদিকে বায়তুল আতীক জামে মসজিদ কমপ্লেক্স। এটি ছাপরা মসজিদ নামে পরিচিত। এখান থেকে মাত্র ৫০ গজ দূরে বাড়ির অবস্থান। বাড়ির উত্তরদিকে ন্যাম ভবন। ন্যাম ভবন থেকে দক্ষিণ পাশে তিনটি বাড়ির পরই ‘রুবি ভিলা’।

অভিযানে আতঙ্কিত এই এলাকার বাসিন্দা নূরুজ্জামান মন্টু। ‘রুবি ভিলার’ কয়েকটি বাসার পরই তিনি থাকেন। জানালেন, রাতের দিকে গোলাগুলির শব্দ পান। একপর্যায়ে মাইকিং করা হয়।

বাড়ির পাশে ঘুরছেন কামরান হোসেন। গাজীপুর থেকে এসেছেন তিনি। রুবি ভিলার ষষ্ঠ তলায় তাঁর ছেলে পারভেজ হোসেন থাকেন। ষষ্ঠ তলায় মেস করে বেশ কয়েকজন ছেলে থাকেন। ভোররাত ৪টার দিকে পারভেজ ফোন করেন বাবাকে। বলেন, ‘গোলাগুলি হচ্ছে। কিছু বোঝা যাচ্ছে না। আমি কী করব?’
পারভেজ হোসেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বাসার ষষ্ঠ তলায় কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের মধ্যেই হয়তো পারভেজ রয়েছেন। নিচে ঘুরছেন উদ্বিগ্ন বাবা।