Thank you for trying Sticky AMP!!

ধান কাটা নিয়ে চকরিয়ায় একজনকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল এলাকায় রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বড় ভাই আমিনুর রশিদকে (৬৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেলাল উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

রুহুল আমিন স্থানীয় একটি কওমী মাদ্রাসার মহ্তামিম ছিলেন।

স্থানীয় লোকজন বলেন, মধ্যম কৈয়ারবিল এলাকায় এক খণ্ড ধানী জমি নিয়ে স্থানীয় আমিনুর রশিদের সঙ্গে বেলাল উদ্দিনের বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিটি আমিনুর রশিদ স্থানীয় আনোয়ার হোসেনকে বর্গা দেন। জমিতে ধান পাকলে গত শুক্রবার আনোয়ার হোসেন ধান কাটতে যান। এ সময় বেলাল উদ্দিন বাধা দিলে আনোয়ার হোসেন ধান না কেটে চলে যান। আজ সকালে বেলাল নিজেই তাঁর সন্তানদের নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। এ সময় আমিনুর রশিদ ও তাঁর ছোট ভাই রুহুল আমিন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুর রশিদ ও রুহুল আমিনকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বেলাল উদ্দিনকে আটক করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজিম উদ্দিন বলেন, রুহুল আমিনকে বাঁ পায়ের ঊরুতে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আমিনুর রশিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বেলাল উদ্দিনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। অন্য হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।