Thank you for trying Sticky AMP!!

নামী ব্র্যান্ডের নকল মোড়ক

র‍্যাব-১০ ও বিএসটিআইয়ের একটি দল বৃহস্পতিবার সকালে রাজধানীর আরমানিটোলা এলাকায় অভিযান চালায়। র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দুই কোটি টাকার নকল মোড়ক জব্দ করা হয় এবং ১৪টি প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবিগুলো আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকার।

এই কারখানায় তৈরি হয় বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়ক।
অভিযানের কথা জানতে পেরে অনেকেই দোকানে তালা দিয়ে চলে যায়। সে দোকানগুলো খোলেন ভ্রাম্যমাণ আদালত।
এই এলাকায় পাওয়া যায় যেকোনো ব্র্যান্ডের মোড়ক। এসব মোড়কে ভরা হয় মেয়াদোত্তীর্ণ পণ্য।
অবৈধভাবে তৈরি হচ্ছিল বসুন্ধরা ময়দার মোড়ক।
সার ও বীজেরও নকল মোড়ক তৈরি করা হয় আরমানিটোলায়।
অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য প্যাকেটজাত হয় একটি কারখানায়।