Thank you for trying Sticky AMP!!

পচা ডিম ছুড়ে মহিলা দলের নেত্রীদের ওপর হামলা

চট্টগ্রাম নগর মহিলা দলের দুই নেত্রীর অনুসারীদের মধ্যে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বিকেলে কাজীর দেউড়ির সমাবেশ ক্লাবের সামনে। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগর মহিলা দলের বহিষ্কৃত একটি পক্ষের হামলায় মূল দলের সাত–আট নেতা–কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাঁশ, পচা ডিম ও পচা টমেটো ব্যবহার করেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে।

গতকালের আচমকা হামলায় মহিলা দলের মর্জিনা বেগম, খালেদা আক্তার, তাসলিমা আক্তার, জাহেদা সুলতানা, রীনা আক্তার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, লায়লা বেগম প্রমুখ আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত নেতা–কর্মীরা সবাই মহিলা দলের মূল স্রোতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

দলীয় সূত্র জানায়, গতকাল নগরের জামালখান ও বাগমনিরাম ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ছিল। এ জন্য কাজীর দেউড়ির একটি ক্লাবের সামনে নেতা–কর্মীদের জড়ো হতে বলা হয়। সাড়ে তিনটার দিকে নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর নেতৃত্বে ২০–২২ জন মহিলা দলের নেতা–কর্মী জড়ো হন। তখন আচমকা হামলা চালানো হয়।

গতকালের হামলার জন্য মহিলা দলের নগর কমিটির বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগমকে দায়ী করা হয়। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে মহিলা দলের একটি অংশ দাবি জানিয়ে আসছিল।

ঘটনার বর্ণনা দিয়ে মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশা প্রথম আলোকে বলেন, মনোয়ারা বেগমের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনার সময় মনোয়ারা মুখোশ পরে ছিলেন।

ফাতেমা বাদশা আরও বলেন, ‘কয়েক দিন আগে মনোয়ারার অনুসারীরা আমাদের ওপর হামলা করার হুমকি দিয়েছিলেন। আমাদের দুটি ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাদের পরিচিত সভা শুরুর আগে তাঁরা হামলা চালিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে তাঁরা পেশিশক্তিতে বিশ্বাসী।’

নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেন, ‘হামলাকারীর সংখ্যা ২০–২৫ ছিল। তারা পচা ডিম ও টমেটো ছুড়ে মারে। দুটি বাঁশ দিয়ে আমাদের নেতা–কর্মীদের বেদম পেটায়। হামলায় নেতৃত্ব দেন মনোয়ারা বেগম। তিনি মুখ ঢেকে পরে এসেছিলেন। তিন–চারজনকে মারধর করার সময় তাঁর হিজাব খুলে ফেলা হয়।’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে মনোয়ারা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘দুটি ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন নিয়ে একাধিকবার সভা হয়। কমিটিও গঠিত হয়েছিল। আজ (গতকাল মঙ্গলবার) পরিচিতি সভার ডাক দেওয়া হয়েছিল। এ অবস্থায় বহিরাগত নারীরা হামলা চালিয়েছেন বলে আমি শুনেছি। বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।’