Thank you for trying Sticky AMP!!

পিস্তলগুলো ছিল গামছায় জড়ানো...

গ্রেপ্তার আবদুল খালেক। বিজিবি বলছে, তাঁর বাড়ি থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। যশোর, ২১ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

যশোরের বেনাপোল থেকে তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি, ছয়টি ম্যাগাজিন ও ছয় কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে বেনাপোল বন্দর থানার ঘিবা গ্রামের একটি বাড়ি থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল খালেক (৫৬)। বিজিবি বলছে, খালেক ওই বাড়ির মালিক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে তারা জানতে পেরেছে আবদুল খালেকের বাড়িতে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এরপর তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের সিঁড়ির নিচে অস্ত্র ও মাদক পাওয়া যায়। বিজিবি বলছে, স্কচটেপ দিয়ে মোড়ানো পিস্তল তিনটি গামছা দিয়ে জড়ানো ছিল।

বিজিবির ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল মালেক বলেন, খালেক একজন অস্ত্র ব্যবসায়ী। পিস্তল তিনটি বিক্রির উদ্দেশ্যে সম্প্রতি ভারত থেকে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’