Thank you for trying Sticky AMP!!

প্রতিবাদ করে মাদ্রাসাছাত্রী যৌন হয়রানির শিকার

প্রতীকী ছবি

শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এক মাদ্রাসা শিক্ষক বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া নারীদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ সময় এক এর ছাত্রী প্রতিবাদ করে। এতে ওই শিক্ষক রেগে গিয়ে ছাত্রীকে যৌন হয়রানি করেন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার পিরোজপুরের মঠবাড়িয়াতে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম নূর মোহাম্মদ(৫৫)। তিনি আরবি বিষয় পড়ান। তাঁর বাড়ি মঠবাড়িয়ার ধুপতি গ্রামে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে নূর মোহাম্মাদ আরবি বিষয়ে নবম শ্রেণিতে ক্লাস নিচ্ছিলেন। এ সময় তিনি ছাত্রীদের উপস্থিতিতে বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রায় নারীদের অংশগ্রহণ ও পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই ছাত্রী এর প্রতিবাদ করে। তার প্রতিবাদে নূর মোহাম্মাদ আরও রেগে যান এবং ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। এরপর তিনি ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তার বাবা গতকাল থানায় একটি মামলা করেন।

ওই মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ওই ছাত্রীর অভিভাবকের মৌখিক অভিযোগ পেয়ে গতকাল দুপুরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নূর মোহাম্মাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে।