Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

বগুড়া শহরের নারুলী এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের নারুলী খন্দকারপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।

নিহত গৃহবধূর নাম চামেলি খাতুন। স্বামীর নাম রুবেল হোসেন। রুবেলের বাড়ি খন্দকারপাড়ায়। কয়েক বছর ধরে তিনি বগুড়া শহরের রাজাবাজার এলাকায় কুলি হিসেবে কাজ করছিলেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রুবেল ও চামেলির মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। মারধরও করা হয়েছে চামেলিকে। এ ঘটনার পর চামেলি পাশের ঘরে চলে যান। আজ সকালে তাঁদের বাড়িতে চামেলি খাতুনের লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে চামেলির লাশ উদ্ধার করে। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দা এবং চামেলির স্বজনেরা অভিযোগ করছেন, চামেলিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।