Thank you for trying Sticky AMP!!

বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসাইন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে অস্ত্র উদ্ধার করতে গেলে জলদস্যুদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক জলদস্যু মারা যান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ চারটি বন্দুক এবং ১৪৫টি গুলি পাওয়া গেছে।

বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের দাবি, হোসাইন সমুদ্রে ট্রলার ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার নুরুল আলমের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকাল ছয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে পুলিশ। লাশের ময়নাতদন্ত করা হবে।