Thank you for trying Sticky AMP!!

বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সরল ইউনিয়নের সরল সেতু এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাবের ভাষ্য, নিহত শের আলী একজন চিহ্নিত ডাকাত। সরল সেতু এলাকায় শের আলীকে ধরতে গেলে তাঁর সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে শের আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বছরখানেক আগে ওই এলাকায় প্রকাশ্যে দেশীয় বন্দুক নিয়ে শের আলীর মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওটিতে আরও একজন দেশীয় বন্দুক নিয়ে মহড়া দিয়েছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, নিহত শের আলীর বিরুদ্ধে বাঁশখালী থানায় তিনটি মামলাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

র‍্যাবের-৭–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, শটগানের ১৩টি গুলি, গুলির চারটি খোসা এবং দেশীয় চারটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।