Thank you for trying Sticky AMP!!

বাঘারপাড়ায় নির্বাচনের আগের রাতে হামলা, আ.লীগ প্রার্থীর সমর্থক নিহত

লাশ

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ঘিরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বেতালপাড়া বাজারে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম খালেদুর রহমান টিটো (২৮)। তিনি বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের মোনতাজ মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র বলছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থক খালেদুর রহমানসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় নৌকা প্রতীক চেয়ে বঞ্চিত হওয়া স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারির সমর্থকেরা সেখানে হামলা চালান। এ সময় খালেদুরকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে যশোরের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অতর্কিত হামলায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। উত্তেজিত জনতা যাতে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারির ওপর হামলা করতে না পারে, সে জন্য তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

হামলার অভিযোগের বিষয়ে দিলু পাটোয়ারির ভাষ্য, ‘হামলার বিষয়ে আমার কিছু জানা নেই।’