Thank you for trying Sticky AMP!!

বাড্ডার সেই স্কুলের সামনে মহিলা পরিষদের মানববন্ধন

গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে গণপিটুনিতে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এসব হত্যার বিচার চাওয়ার পাশাপাশি গণপিটুনিতে নিহত তাসলিমার সন্তানের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে। গত ২০ জুলাই এই বিদ্যালয়েই ছেলেধরা গুজবে পিটিয়ে হত্যা করা হয়েছিল দুই সন্তানের মা তাসলিমা বেগমকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গুজব দ্রুত ছড়িয়ে পড়া এবং তার সঙ্গে গণপিটুনির মতো অমানবিক হিংস্রতায় নারী ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। এর প্রতিকার হওয়া দরকার। এ সময় তাসলিমা বেগমের সন্তানদের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানায় মহিলা পরিষদ।

বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন নেসার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য জনা গোস্বামী, দীপ্তি রানী শিকদার, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি হোমায়রা খাতুন, সাধারণ সম্পাদক রেহানা ইউনুসসহ প্রমুখ।