Thank you for trying Sticky AMP!!

বিআইডব্লিউটিএর সিবিএ সভাপতিসহ ৩ নেতাকে দুদকে তলব

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএ সভাপতি আবুল হোসেনসহ তিন নেতাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী আজ সোমবার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, সিবিএ সভাপতি আবুল হোসেনসহ অন্যদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘুষ নিয়ে নিয়োগ-বদলি, টেন্ডার–বাণিজ্য, ঘাট ইজারা ও টোল আদায়ে কমিশন নেওয়াসহ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির মাধ্যমে অর্থ আদায়ের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এসব অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে সিবিএ সভাপতি, কার্যকরী সভাপতি ও কোষাধ্যক্ষকে দুদকে হাজির হতে বলা হয়েছে। আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাঁদের।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এই তিনজনকে হাজির হতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেকের বরাবর আলাদা চিঠি দিয়ে তাঁদের যথাসময়ে দুদকে হাজির হতে বলা হয়।

এর আগে বিআইডব্লিউটিএর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।