Thank you for trying Sticky AMP!!

বিদেশি পানীয়র উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাল্টে দেওয়া হয়

ভ্রাম্যমাণ আদালত ২৪ হাজার কোমল পানীয়র ক্যান জব্দ করে। ছবি: প্রথম আলো

আমদানি করা পণ্যের মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। সেই পণ্যের তারিখ পরিবর্তন করে উৎপাদনের তারিখ করা হয়েছে ২০১৭ সালের জুলাই মাস। আর মেয়াদোত্তীর্ণের তারিখ করেছে ২০১৯ সালের ডিসেম্বর মাস। অর্থাৎ মেয়াদ বাড়ানো হয়েছে ২ বছর ১০ মাস বা প্রায় তিন বছর। মালয়েশিয়া থেকে আমদানি করা এসব পানীয়র মধ্যে আছে রেডবুল, মিরিন্ডা, এটলাস।

গতকাল বুধবার রাত ১০টা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা পর্যন্ত রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের কাছে বেগমবাজার এলাকায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। তাতেই ধরা পড়ে এ ঘটনা। এ সময় জব্দ করা হয় ২৪ হাজার কোমল পানীয়র ক্যান। দুই মালিককে দুই বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন খালেদ মাহমদু ও আবু সাইদ।

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ‘আমাদের কিছুসংখ্যক মানুষ মাত্রাতিরিক্ত মুনাফার জন্য যে কত অপকর্ম করে, তা ভেজালবিরোধী অভিযানের কর্মী না হলে হয়তো বুঝতে পারতাম না। অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’