Thank you for trying Sticky AMP!!

বেঞ্চের ওপর বসা নিয়ে মারামারিতে ছাত্রলীগ

বেঞ্চের ওপর বসা নিয়ে তর্ক থেকে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ মঙ্গলবার দুই দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। দুটি পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে কলেজে ক্যাম্পাসে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেঞ্চের ওপর বসা নিয়ে ঘটনার সূত্রপাত। প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে কলেজের কলাভবনের নিচতলার একাদশ শ্রেণির মানবিক বিভাগের শ্রেণিকক্ষে। পরে অন্য নেতা-কর্মীরা এসে বিষয়টি সমাধান করে দেন। কিন্তু বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়ে লাঠিসোঁটা নিয়ে পুনরায় মারামারিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে মোহাম্মদ আজিজ, মামুনর রশিদ, মিসবাহ উল হক, মোহাম্মদ হারিছ, সাখাওয়াত হোসেন, মো. এনাম হোসেন, মো. নাজিম উদ্দিন নামের সাত শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

শিক্ষা উপমন্ত্রীপক্ষের নেতা মায়মুন উদ্দীন প্রথম আলোকে বলেন, জুনিয়র দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছিল। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছেন।