Thank you for trying Sticky AMP!!

ব্রাহ্মণবাড়িয়ায় বালুর মাঠে পড়ে ছিল নবজাতকটি

নবজাতক । প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার পৈরতলা গ্রামের আনসার ক্যাম্পের পাশের বালুর মাঠ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে আনসার ক্যাম্পের পাশের বালুর মাঠে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে গতকাল সোমবার রাতে শিশুটির জন্ম হয়। এরপরই শিশুটিকে ওই জায়গায় ফেলে দেওয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, শীতে শিশুটির শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সে ভালো আছে। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে কোথায় নেওয়া হবে, সে ব্যাপারে সমাজসেবা শাখা ও পুলিশ সিদ্ধান্ত নেবে।