Thank you for trying Sticky AMP!!

ভাব জমিয়ে অজ্ঞান করেন তাঁরা

প্রথমে তাঁরা কোনো ব্যক্তিকে টার্গেট করেন। এরপর ভাব জমিয়ে ফেলেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে চা, কফি, ডাবের পানি, পান, বিস্কুট খাইয়ে দেন। খাওয়ার পর অচেতন হয়ে গেলে ওই ব্যক্তির কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যেতেন।

এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একাধিক দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ৫৭ জন অজ্ঞান পার্টির সদস্য। আজ শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে আবদুল বাতেন বলেন, ডিবির গতকালের অভিযানে শ্যামপুর ও জুরাইন এলাকা থেকে ৭ জন, গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগ এলাকা থেকে ৩১ জন, সায়েদাবাদ এলাকা থেকে ৭ জন এবং নিউমার্কেট এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করে। অজ্ঞান পার্টির কাছ থেকে চেতনানাশক ৫৫৩টি ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মেশানো পানীয় উদ্ধার করা হয়।