Thank you for trying Sticky AMP!!

ভারতফেরত নারী 'হোম কোয়ারেন্টিনে' না থেকে ভিসা কেন্দ্রে

ভারত থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে বাইরে অবাধে চলাফেরা করছিলেন ঠাকুরগাঁওয়ের এক নারী। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, বিদেশফেরত সবার ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দেশনা আছে। কিন্তু ওই নারী ১৫ মার্চ ভারত থেকে ফিরে ‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে অবাধে বাইরে ঘোরাফেরা করছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যান। স্থানীয় লোকজন খবরটি প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পেয়ে তাঁকে জরিমানা করেন।