Thank you for trying Sticky AMP!!

ভুয়া ক্ষতিগ্রস্ত সেজে প্লট নেওয়ায় মামলা

দুদক

জালিয়াতির মাধ্যমে ‘ভুয়া ক্ষতিগ্রস্ত’ সাজিয়ে পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলায় আসামি করা হয়েছে, প্লট বরাদ্দ পাওয়া এনিনা বেগম, তাঁর স্বামী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আফছার আলী শেখ, রাজউকের সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী ও সাবেক পরিচালক মো. হুমায়ূন খান।

মামলার এজাহারে বলা হয়, এনিনা বেগম আদিবাসী না হওয়া সত্ত্বেও জাল নথিপত্রের মাধ্যমে ২০০২ সালে ক্ষতিগ্রস্ত আদিবাসী কোটায় আবেদন করে পূর্বাচল আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পান। আবেদনে এনিনার স্বামীর নাম উল্লেখ না করে প্রতারণার আশ্রয় নিয়ে বাবার নাম উল্লেখ করেন। তাঁর স্বামী আফছার আলী শেখ তৎকালীন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন।