Thank you for trying Sticky AMP!!

ভৈরবে মাদক বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক ব্যক্তির দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রুবেল মিয়া। তিনি নিউ টাউন এলাকার বাসিন্দা। বাবার নাম মজনু মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রুবেল স্থানীয়ভাবে মাদক বিক্রেতা ও সেবনকারী হিসেবে পরিচিত। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। রুবেল আদালতের কাছে দায় স্বীকার করেন।

ইউএনও লুবনা ফারজানা বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। ভৈরবকে মাদকমুক্ত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগও করা হচ্ছে। এই কার্যক্রম চালিয়ে নিতে হবে।