Thank you for trying Sticky AMP!!

ভোমরা সীমান্তে ২৬ লাখ টাকার সোনাসহ আটক ১

সাতক্ষীরা ভোমরা সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজীব হোসেন (১৮) নামে তরুণকে ভোমরা স্থলবন্দরসংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে আজ বুধবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দরসংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন-উর-রশিদ নেতৃত্বে এই অভিযানের সময় সজীবের কাছ থেকে কানের দুল, গলার হারসহ ৫৮৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণালংকারের বাজার মূল্য ২৬ লাখ ৭ হাজার ৫৮৩ টাকা বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীবের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হবে।