Thank you for trying Sticky AMP!!

মঠবাড়িয়ায় বাবা-ছেলের বিরুদ্ধে কলেজছাত্রীর মা-বোনকে মারধরের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীকে (১৭) উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে ওই দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় ওই ছাত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৩) ও তাঁর বাবা জামাল হোসেন (৪৮)।

কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সরকারি কলেজের ওই ছাত্রীকে কলেজে যাওয়া–আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন জসিম। আজ সকালে কলেজে যাওয়ার পথে মেয়েটির পথ রোধ করে টানাহেঁচড়া শুরু করেন তিনি। এ সময় মেয়েটির চিৎকার শুনে তাঁর মা ও ছোটবোন ঘটনাস্থলে গিয়ে জসিমকে বকাঝকা করেন। এতে জসিম ও তাঁর বাবা জামাল হোসেন ক্ষিপ্ত হয়ে মেয়েটির মা ও বোনকে মারধর করেন। পরে আহত মা-মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলেজছাত্রীর অভিযোগ, ‘কলেজে যাওয়া–আসার পথে জসিম উদ্দিন প্রায়ই আমাকে উত্ত্যক্ত করতেন। আজ সকালে জসিম আমাকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। আমার মা ও বোন প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। পরে আমি বিষয়টি কলেজের শিক্ষকদের জানালে তাঁরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এরপর দুপুরে আমি থানায় অভিযোগ করি।’

অভিযুক্ত বাবা-ছেলে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আবদুল্লাহ বলেন, ‘এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’