Thank you for trying Sticky AMP!!

মহাসড়কে পরিত্যক্ত ব্যাগে ছিল সোনার বার

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শনিবার সকাল ১০টায় উপজেলার নাভারণ স্টেশন মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে সোনার বার দুটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো. সেলিম রেজা জানান, আজ সকাল ১০টার দিকে বিজিবির বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে(আইসিসি) ক্যাম্পের নায়েক সুবেদার মো. শিমুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শার্শা উপজেলার নাভারণ স্টেশন মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করেন। ব্যাগের পকেটের ভেতরে একটি প্যাকেট পাওয়া যায়। পুরোনো সংবাদপত্র দিয়ে মুড়িয়ে তার ওপর সাদা রঙের স্কচটেপ দিয়ে আটকানো প্যাকেটের ভেতর থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বার দুটির ওজন ৬১৩ দশমিক ৫৯ গ্রাম। ওই সোনার বাজার মূল্য ৩১ লাখ ৯৫ হাজার ১৪৫ টাকা।

সেলিম রেজা জানান, এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। উদ্ধার করা সোনা থানায় জমা দেওয়া হয়েছে।