Thank you for trying Sticky AMP!!

মাছের বাক্সে ৪৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

নীল রঙের পিকআপ ভ্যানের মধ্যে মাছের বাক্স। বাক্সের উপরিভাগে মাছ, আর মাছের নিচে পলিথিনে মোড়ানো ৪৫ কেজি গাঁজা। তবে গাঁজা পাচারের এই চেষ্টা সফল হয়নি। অভিনব কৌশলে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন তিন মাদক ব্যবসায়ী।

গত সোমবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলি সড়কে চেকপোস্ট বসিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার কাঞ্চন গ্রামের শাহীন সর্দার(৩২), নুরুল ইসলাম (৩০) ও অলিউল্লাহ (১৯)। এ সময় গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহীন কাদির প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর ছিল, নীল রঙের একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় সীমান্ত থেকে গাঁজা আনা হবে। খবর পেয়ে আমড়াতলি সড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাছের বাক্স থেকে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে নেওয়া হয়। পরে বিচারক তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।