Thank you for trying Sticky AMP!!

মানিকগঞ্জে চলন্ত ইজিবাইকে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের দণ্ড

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চলন্ত ইজিবাইকে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে এক যুবককে এক মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা খন্দকার এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাকির ভূঁইয়া (৩০)। তাঁর বাড়ি ঘিওর উপজেলায়। পুলিশ জানায়, রোববার সকাল নয়টার দিকে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় জাকির তার পিছু নেন। এরপর একটি ইজিবাইকে ওঠে ওই ছাত্রী। জাকিরও ওই ইজিবাইকে ওঠেন। কিছু দূর যাওয়ার পর ওই যুবক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী ইজিবাইকচালককে বিষয়টি জানায়। পরে চালক ইজিবাইক থামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় জাকিরকে আটক করে পুলিশে দেন।

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুপুরে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।