Thank you for trying Sticky AMP!!

ম্যাজিস্ট্রেট আসতেই দাম কমল ৩০ টাকা

প্রতীকী ছবি

পাইকারি বাজারে দাম কমলেও চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের খুচরা ফলের দোকানগুলোতে মাল্টা বিক্রি করা হচ্ছিল প্রতি কেজি ১৮০ টাকায়। ক্রেতাদের কাছে অভিযোগ পেয়ে আজ সোমবার বিকেলে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি আঁচ করতে পেরেই বিক্রেতারা মাল্টা বিক্রি শুরু করেন ১৫০ টাকায়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হতেই আগের দামেই তাঁরা ফিরে যান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এই অভিযান পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন নগর পুলিশের সদস্যরা। সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।

অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দামে মাল্টা বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতারা অভিযোগ করেন, পাইকারি বাজার ফলমন্ডির বসুন্ধরা মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫ কেজি কার্টনের মাল্টার দাম ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত রাখলেও রসিদ দিচ্ছে দেড় হাজার টাকার। তবে কোনো দোকানিই ক্রয়ের রসিদ দেখাতে পারেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সতর্ক করেন এবং মূল্যতালিকা সাঁটানোর নির্দেশ দেন।