Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহে চার বোন নিখোঁজ

ময়মনসিংহের ফুলপুর ‍উপজেলার একই পরিবারের চার বোন পাঁচ দিন ধরে নিখোঁজ। তারা একে অপরের চাচাতো বোন। এ ঘটনায় গত সোমবার ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি হয়েছে।

পুলিশের ধারণা, তাদের অপহরণ করা হয়নি। চার বোন একসঙ্গে পরিকল্পনা করে বাড়ি ছেড়েছে।

গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চার বোনের পরিবারের সঙ্গে কথা বলেন।

ফুলপুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে নয়টায় দিকে এই চার বোন কলেজে ও কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার কিছু ধারণা করতে পারছে না।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চার বোনকে কেউ অপহরণ করেনি। নিজেদের ইচ্ছায় তারা বাড়ি থেকে বের হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মান–অভিমানের কারণে এমনটা করতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পি বলেন, চার বোনের অবস্থান সঠিকভাবে জানা যায়নি। তবে পুলিশ খুব দ্রুতই তাদের উদ্ধার করতে সক্ষম হবে।