Thank you for trying Sticky AMP!!

যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

নরসিংদী শহরের ব্রাহ্মনদী এলাকায় রুহুল আমিন (২২) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুরের দিকে শহরের পূর্ব ব্রাহ্মনদী এলাকার জবা টেক্সটাইল মিলের পাশে এ ঘটনা ঘটে। নিহত রহুল আমিন ব্রাহ্মনদী এলাকার বিল্লাল মিয়ার ছেলে। পেশায় তিনি রং ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্য, রুহুল আমিন এলাকার বেশ কিছু পরিবারে ডিশের সংযোগ দিতে চেয়েছিলেন। ওই এলাকায় ডিশের ব্যবসা করেন সারোয়ার হোসেন নামের একজন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় সারোয়ার ও রুহুল আমিনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে আজ বেলা সোয়া ১১টায় সারোয়ার হোসেনের ছেলে তানজিল, কর্মচারী মনির, স্থানীয় ছোটন ও হৃদয় নামের চারজন রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে জবা টেক্সটাইলের পাশে নিয়ে যায়। সেখানে তাঁকে এলোপাতাড়িভাবে কোপানো হয়।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় রুহুল আমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এম এন মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে রুহুল আমিনের মৃত্যু হয়। তাঁর বুক, পিঠ, পাঁজরসহ সারা শরীরে ১০ থেকে ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে সারোয়ার হোসেনসহ অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঠিক কী কারণে রুহুল আমিনকে এভাবে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।