Thank you for trying Sticky AMP!!

রংপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, পুলিশ বলছে 'ডাকাত সর্দার'

রংপুর নগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন (৪০) ‘ডাকাত সর্দার’ ছিলেন বলে দাবি পুলিশের। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলছেন, রংপুর নগরের হাজীরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এমন তথ্য পায় পুলিশ। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, নিহত বেলাল হোসেনের বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

নিহত বেলাল রংপুর নগরের উত্তম বেতারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত বেলাল হোসেনের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।