Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে জাটকা জব্দ

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করা হয়েছে। ছবি: মৎস্য অধিদপ্তর ঢাকা

ঢাকার মৎস্য অধিদপ্তরের বিশেষ বাজার মনিটরিং দল আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে জাটকা জব্দ করেছে। তবে বিক্রেতারা অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, অভিযানে কারওয়ান বাজার থেকে ৩০০ কেজি এবং যাত্রাবাড়ী থেকে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

মুহাম্মদ মামুনুর রশীদ আরও জানান, ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের জন্য জাটকা ধরা নিষিদ্ধ। রাজধানীতে যাতে জাটকা বিক্রি না হয়, এ জন্য অধিদপ্তরের বিশেষ দল নিয়মিত তদারকি দল কাজ করছে।