Thank you for trying Sticky AMP!!

র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ফেনীতে দুই মাদক ব্যবসায়ী নিহত

ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। র‍্যাবের ভাষ্য, নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁরা মোটরসাইকেলে করে ইয়াবা বড়ি বহন করছিলেন।

নিহত দুজন হলেন মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তাঁদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশ পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের তেলের ট্যাংকার থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শাফায়েত জামিলের ভাষ্য, আজ ভোরে ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের তল্লাশি চৌকি বসে। এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র‍্যাব। তাঁরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‍্যাবও সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় দুজন গুলিবিদ্ধ হন।

নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।