Thank you for trying Sticky AMP!!

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে উদ্ধার ৬০

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী সাগর থেকে একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী ৬০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ৫৯ জন রোহিঙ্গা, অপর একজন টেকনাফের বাসিন্দা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট জোসেল রানা প্রথম আলোকে জানান, ওই ট্রলার থেকে ১০ জন শিশু, ২০ নারী ও ২৮ জন রোহিঙ্গা পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা দুই দালালকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন টেকনাফের নাইট্যংপাড়ার মো রুবেল (২৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের উমর ফারুক (২৫)।

লেফটেন্যান্ট জোসেল রানা বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে সংঘবদ্ধ দালাল চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁদের মালয়েশিয়া পাচার করছিল। খবর পেয়ে সাগর থেকে তাঁদের উদ্ধার এবং ট্রলারটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা রোহিঙ্গাদের শিবিরে ফেরত পাঠানো হবে। এ ছাড়া আটক দুই দলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।