Thank you for trying Sticky AMP!!

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, ৪ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ছয়জন রোহিঙ্গা ও চারজন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে আটক চার মানব পাচারকারীকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো চারজন হলেন ফজল আহম্মদ (৪২), মোহাম্মদ ইউনুস (৩২), আহম্মদ উল্লাহ (৩৬) ও নুরুল কাদের (২৮)। আর আটক ছয় রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ জোবায়ের (২৭), সালেহ আহমদ (২০), আজিজুল হক (২৫), জিয়াউর রহমান, আক্তার হোসেন (২০) ও মনজুর রহমান (২৭)।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বাবুল আজাদ বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গতকাল বুধবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় মানব পাচারকারী মোহাম্মদ ফয়েজের বাড়িতে অভিযান চালিয়ে ছয়জন রোহিঙ্গা ও চারজন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হয় এবং পাচারকারীদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।