Thank you for trying Sticky AMP!!

সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য ও বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণাসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‍্যাব-২-এর একটি দল পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাইবার অপরাধী। তাঁরা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। গুজব সৃষ্টি করতেন। ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচার চালাতেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব।

কবে কখন কোত্থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও জানানো হয়নি।

আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।