Thank you for trying Sticky AMP!!

সাগরে মিয়ানমারের ১১ ইয়াবা পাচারকারী আটক

জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি

মিয়ানমার থেকে সমুদ্রপথে বাংলাদেশে ইয়াবা পাচারকালে একটি ফিশিং ট্রলারসহ ১১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক।

আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মণ্ডল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ফয়েজুল ইসলাম মণ্ডল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের দুটি দল ওই এলাকায় নজরদারি শুরু করে। আজ ভোররাতে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড। মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করে। ট্রলারটিকে ধাওয়া করে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটকের পরে ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। ট্রলারে থাকা ১১ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়ায়।

আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলে জানায় কোস্টগার্ড।