Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কেজি সোনা উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পাচারের সময় বিজিবি সাড়ে চার কেজি ওজনের ২৪টি সোনার বার উদ্ধার করে। ছবি: প্রথম আলো

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাড়ে চার কেজি সোনা জব্দ করেছে। আজ রোববার সকাল আটটার দিকে এগুলো জব্দ করা হয়। বিজিবি বলছে, এগুলোর মূল্য আড়াই কোটি টাকা।

উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার নূরু আলম বলেন, তাঁরা গোপন সূত্রে জানতে পারেন যে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কড়াগাছি সীমান্তে অভিযানে যায় বিজিবি। সকাল আটটার দিকে সোনাই নদের পাড়ে একজনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে দাঁড়াতে বলা হয়। কিন্তু তিনি না দাঁড়িয়ে একটি থলে ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। থলেটি খুলে দেখা যায়, এর মধ্যে ২৪টি সোনার বার। এগুলোর ওজন চার কেজি ৫৪০ গ্রাম, যার বাজারমূল্য ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার আজ সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে সংবাদ ব্রিফ্রিং করেন।