Thank you for trying Sticky AMP!!

সারোয়ার আলীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী। প্রথম আলো ফাইল ছবি

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে সপরিবার হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ আজ সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আজ বেলা তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ে অনুষ্ঠেয় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত রোববার (৫ জানুয়ারি) রাতে সারওয়ার আলীর বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সারওয়ার আলী ছায়ানটের নির্বাহী সভাপতি ও চিকিৎসক। তাঁর ধারণা, জঙ্গিগোষ্ঠী এই কাজ করেছে।

দুর্বৃত্তরা সারওয়ার আলীর স্ত্রী কমিউনিটি ক্লিনিকের সাবেক প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস, তাঁদের মেয়ে সায়মা আলী, জামাতা হুমায়ুন কবিরকেও হত্যার চেষ্টা চালায়। তাঁদের বাঁচাতে এগিয়ে আসা দুই প্রতিবেশীকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

এই ঘটনার পরদিন সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন সারওয়ার আলী।