Thank you for trying Sticky AMP!!

সৈয়দপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে মো. সোহেল (৩০) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি শহরের পুরাতন বাবুপাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাত ৮টার সময় বিসিক শিল্প নগরীর আলম তারকাটা ফ্যাক্টরির কাজ শেষে বাসায় ফিরছিলেন সোহেল। এ সময় বাড়ির সামনে রাখা সাইকেল চুরি গেলে তিনি খুঁজতে থাকেন। একপর্যায়ে সাইকেলটি শহরের মুন্সিপাড়ার খেঁজুরবাগ এলাকায় পাওয়া যায়। সাইকেলটি নিজের দাবি করলে কয়েকজন তরুণ মিলে তাঁকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। তাঁর লাশ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোহেলের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। তিনি এর বিচার চান।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীন আক্তার বলেন, ‘আমি জেনেছি সোহেলকে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে আহত করেন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেননি। তবে আইনি প্রক্রিয়া চলছে।