Thank you for trying Sticky AMP!!

স্বামীর মানসিক নির্যাতনে নারীর আত্মহত্যার অভিযোগ

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীপালি দেব (৩৩) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দীপালির ভাইয়ের দাবি, স্বামীর মানসিক নির্যাতনে তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জেটি রোডে এ ঘটনা ঘটে।

নিহত নারীর ভাই বাদল দেব বলেন, ‘আমার বোনকে তার স্বামী প্রায় তিন বছর যাবৎ বাবার বাড়িতে ফেলে রেখেছিল। আমার বোনের একটি ছেলেসন্তান রয়েছে। সেই সন্তানের সঙ্গেও ওর স্বামী দেখা করতে দিত না। এ ছাড়া বিভিন্ন সময় আমার বোনকে মানসিকভাবে নির্যাতন করত আমার বোনজামাই। গতকাল বোনের সঙ্গে ওর সন্তানের দেখা করার কথা ছিল। কিন্তু আমার বোনজামাই ওর সন্তানের সঙ্গে ওকে দেখা করতে দেয়নি। সব মিলিয়ে আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।’

মানসিক নির্যাতনের বিষয়টি অস্বীকার করে এই নারীর স্বামী বিবেকানন্দ অর্জুন বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। আমার পরিবারে তার দেখাশোনা করার মতো লোক নেই। তাই দীপালিকে আমি আমার শ্বশুরবাড়িতে রেখেছিলাম। আর সন্তানকে আটকে রাখার বিষয়টি সঠিক নয়।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক আজ শনিবার প্রথম আলোকে বলেন, দীপালির লাশ ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।