Thank you for trying Sticky AMP!!

হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুজন রিমান্ডে

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বোনের স্বামী মিজানুর রহমানকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল আলম আজ রোববার ওই দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ওই দুজনের সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে যুবক হত্যার রহস্য উদ্‌ঘাটিত হবে।’

উল্লেখ, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় যুবক এজাহার মিয়াকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগে গত মঙ্গলবার এসআই ইকবাল পারভেজ রায়হান ও মিজানুর রহমানকে আটক করা হয়।

নিহত এজাহার মিয়া উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (বালু রাস্তা এলাকা) বাসিন্দা। তিনি সীতাকুণ্ডের বিভিন্ন জাহাজভাঙা কারখানায় শ্রমিকের কাজ করতেন।

আরও পড়ুন
যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এসআইসহ আটক ২