Thank you for trying Sticky AMP!!

হোম কোয়ারেন্টিনে না থেকে দিব্যি ব্যবসা করছিলেন তাঁরা

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হোম কোয়ারেন্টিন না মানায় গতকাল সোমবার রাতে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ব্যবসায়ীই সম্প্রতি ভারত থেকে এসে ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশ অমান্য করে দিব্যি ব্যবসা করে যাচ্ছিলেন। 

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার গতকাল রাতে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমারা করেন। ওই ব্যবসায়ী ভাইসহ চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরেন ১৫ মার্চ। কিন্তু এ তথ্য তিনি প্রশাসনকে জানাননি। হোম কোয়ারেন্টিনও মানেননি। জরিমানা করে তাঁকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরেক ব্যবসায়ী ভারত থেকে দেশে এসেছেন ১৯ মার্চ। কিন্তু হোম কোয়ারেন্টিনে না থেকে দোকানে বসে ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।