Thank you for trying Sticky AMP!!

১৮ দিন পর বরখাস্ত সুবর্ণচরের সেই প্রধান শিক্ষক

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন যৌন হয়রানির দায়ে অভিযুক্ত নোয়াখালীর সুবর্ণচরের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদাত হোসেন। আজ মঙ্গলবার তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মামলা দায়েরের ১৮ দিন পর তাঁকে বরখাস্ত করা হলো।

চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. সুলতান মিয়া স্বাক্ষরিত চিঠিতে শাহদাত হোসেনকে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। প্রথম আলোকে তিনি বলেন, চিঠিটি আজই তাঁর কার্যালয়ে এসে পৌঁছেছে। শিগগিরই অভিযুক্ত শিক্ষক শাহদাত হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলে জানান তিনি।

সুবর্ণচরের চরজব্বর থানায় দায়ের হওয়া মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। গত রোববার তিনি ওই নির্দেশ দেন। ওসি (ডিবি) আবুল খায়ের গতকাল বিকেলে মামলা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মামলার কাগজপত্র এখনো ডিবিতে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, মামলার কাগজপত্র ডিবিকে বুঝিয়ে দিলেও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তাঁদের তৎপরতা বন্ধ হবে না। তাঁকে শিগগিরই আইনের আওতায় আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, সুবর্ণচরের উত্তর চরক্লার্ক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদাত হোসেনের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে বিদ্যালয়ের নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে গত ২৩ মার্চ প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরজব্বর থানায় একটি মামলা করেন।