Thank you for trying Sticky AMP!!

৭৬ লাখ টাকার ঘোষণাবহির্ভূত পণ্য আটক

চট্টগ্রাম কাস্টমস হাউসে মিথ্যা ঘোষণা দিয়ে খালাসের সময় আটক পণ্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কাস্টমস হাউসে মিথ্যা ঘোষণা দিয়ে খালাসের সময় ৭৬ লাখ টাকার পণ্য আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এসব পণ্য আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম শাখা সেখানকার কাস্টমস হাউসে একটি পণ্য চালানের খালাস স্থগিত করে। পরে শুল্ক গোয়েন্দা দল আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে পণ্য চালানের শতভাগ কায়িক পরীক্ষা করে। কায়িক পরীক্ষা শেষে ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা জানায়, আমদানিকারক এয়ারকন্ডিশনারের পার্টসের বদলে ধাতব প্লেট ঘোষণা দিয়েছিল। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ১০ লাখ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ৬ লাখ টাকা। কিন্তু কায়িক পরীক্ষা অনুযায়ী পণ্যের মূল্য দাঁড়ায় ৩০ লাখ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ৪৬ লাখ টাকা। শুল্ক করসহ মোট পণ্য মূল্য দাঁড়ায় প্রায় ৭৬ লাখ টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দার প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে পাঠানো হয়েছে।