Thank you for trying Sticky AMP!!

৮ বছর ব্যবহারের পর কোটি টাকার গাড়ি জব্দ

শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার এই গাড়িটি জব্দ করা হয়। ছবি: প্রথম আলো

প্রায় আট বছর ব্যবহারের পর শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার নগরের আন্দরকিল্লা ইকুইটি সেন্ট্রাল ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ প্রথম আলোকে জানান, ২০১২ সালে গাড়িটি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছিল। গাড়িটি চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির 'হাভাল এইচ ৩ ৪ ৪' হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। এতে প্রায় অর্ধকোটি টাকার শুল্ক ফাঁকি হয়েছে।

কর্মকর্তারা জানান, পাঁচ সিলিন্ডারবিশিষ্ট ২৩৫১ সিসির এই গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০১২ সনে। রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো ঘ ১১-০৯০০। গাড়িটির বর্তমান ব্যবহারকারী এম এ মতিন একজন ব্যবসায়ী। গাড়িটি আমদানির ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা পরিমাণ শুল্ক ফাঁকি সংঘটিত হয়েছে। জব্দকৃত গাড়িটির বিষয়ে মামলা ও অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।